কালের স্বাক্ষী বহনকারী বিলডাকাতিয়ার মধ্যস্থলে ডুমুরিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো রংপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ রংপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১২ নং রংপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩৬.৯৮ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২২২৪৫ জন (প্রায়) (২০২২ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) পরিবার সংখ্যা- ৪৫০৪, ১ -৯ টি ওয়ার্ডে
ঙ) গ্রামের সংখ্যা – ০৮ টি।
চ) মৌজার সংখ্যা – ৪ টি।
ছ) হাট/বাজার সংখ্যা -২ টি।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা নছিমন, মটর সাইকেল, ভ্যান।
ঝ) শিক্ষার হার – ৮৬% (প্রায়)। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-
উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,
মাদ্রাসা- ২টি।
ঞ) দায়িত্বরত চেয়ারম্যান – সমরেশ মন্ডল
ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ড) ইউপি ভবন স্থাপন কাল – ১০/০১/১৯৯৮ ইং।
ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৯-১১-২০২১ ইং
২) প্রথম সভার তারিখ – ০২/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০২/০১/২০২৬ইং
ণ) গ্রাম সমূহের নাম – সাড়াভিটা, বটবেড়া, বারানসী, মুজারঘুটা, রংপুর, শলুয়া, ঘোনা মাদার ডাঙ্গা, রামকৃষ্ণপুর
ত) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ১ জন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) দফাদার ০১ জন।
থ) বিভিন্ন প্রতিষ্ঠান:-=
১) মসজিদ- ৫টি।
২) মন্দির- ২১টি।
৩। মাদ্রাসা- ০২টি।
৪) এতিম খানা- ০২ টি।
৫) গির্জা -০১ টি।
৬) কলেজ ০২টি।
৭) কমউনিটি ক্লিনিক ০২টি।
৮) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ০১টি।
৯) ব্যাংক ০১টি।
দ) স্বেচ্ছাসেবী সংগঠন:-
১। উত্তর ডুমুরিয়া শিক্ষাকল্যাণ সংঘ।
২। ফিউচার প্লান লাইব্রেয়ারী
ধ) রাস্তা ও সড়ক:- মোট ১৬ কি: মি: এইচ বি ১০ কি: মি, কাচা- ০৬ কি:মি:, কার্পেটিং- ০৭ কি: মি:
ন) নলকুপের সংখ্যা- গভীর-১৮৪ টি, অগভীর- ৮৬ টি।
প) আবাদী জমির পরিমনা:
১) এক ফসলী ১৪০০ হেক্টর
২। দু ফসলী ৮০০ হেক্টর।
৩) পতিত জমি- ৫০ হেক্টর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস