সাধারণ সভার কার্যবিবরনী
স্থান : রংপুর ইউ পি
তারিখ: ২৯/১১/২০২২ ইং: ,সময় : সকাল ১১.০০টা
সভায় উপস্থিত সদস্য বৃন্দের নাম ঃ-
ক্রমিক নং নাম পদবী ক্রমিক নং নাম পদবী
০১. সমরেশ মন্ডল চেয়ারম্যান ০৮ সুভাস মন্ডল সদস্য
০২. মাধুরী মল্লিক সদস্যা ০৯. অসিম মন্ডল সদস্য
০৩. সুচন্দা সরকার সদস্যা ১০. সুজিত মৈত্র সদস্য
০৪. পারভীন আক্তার সদস্যা ১১. তরুন কুমার সরকার সদস্য
০৫. রমেশ চন্দ্র মন্ডল সদস্য ১২. বিপুল হালদার সদস্য
০৬. সঞ্জয় মল্লিক সদস্য ১৩. পঞ্চানন বিশ্বাস ৭. গোলাম রব্বানী শেখ সদস্য ১৪. উৎপল বসাক সচিব
সভার আলোচ্য বিষয়: ১. বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন
২. ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহন প্রসঙ্গে।
অদ্য কার সভায় সভাপতিত্ব করেন ১২নং রংপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সমরেশ মন্ডল। তিনি উপস্থিত সদস্য বৃন্দ কে শুভেচ্ছা জানিয়ে বিগত সভার রেজুলেশন পাঠ করে শোনান । ইহাতে কোন মন্তব্য না থাকায় সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।
এর পর সভাপতি মহোদয় ২ নং আলোচ্য বিষয় প্রসঙ্গে বলেন ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল আওতায় প্রকল্প গ্রহন করে উহা উপজেলা: প্রকৌশলী ডুমুরিয়া, খুলনা মহোদয়ের নিকট প্রেরণের জন্য অনুরোধ করেছেন। সভায় আলাপ আলোচনা করে ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল আওতায় নি¤œ লিখিত প্রকল্প গুলি গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
রংপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহে ক্রীড়া সামগ্রী সরবরাহ - 87016 টাকা মাত্র।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহশয় সভার কার্যশেষ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস